নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত ও অসুস্থ সহপাঠীদের ছবি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঘেরাও করে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়।২৭ অক্টোবর সোমবার দুপুরে নগর ভবনের সামনে এই ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি হয়।ঘেরাও কর্মসূচি ও মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষুব্দ প্রতিক্রিয়ায় বলেন, আক্রান্ত হয়ে যেসব সহপাঠীরা মারা গেছে তারা আর ফিরে আসবে না, তারা আর কোনো সহপাঠীকে হারাতে চায় না। শিক্ষার্থীরা আরো জানায়, “আমরা আর কোনো সহপাঠীকে ডেঙ্গুতে হারাতে চাই না।”মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক সংগঠনের বক্তারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে বলেন, একের পর এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই মৃত্যুর মিছিল ঠেকাতে হবে।স্থানীয়রা জানান, গত কয়েক বছরে অন্তত ২৫ থেকে ৩০ জন বাসিন্দা ও শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তারা অবিলম্বে জিউস পুকুর পরিষ্কার ও পুনর্গঠনের দাবি জানিয়েছেন।মানব্বন্ধন শেষে সিটি করপোরেশন প্রশাসকের কাছে ডেঙ্গু নিয়ন্ত্রনে দ্রুত ব্যবস্থা নিতে স্মারকলিপি জমা দেয় ঘেরাওকারীরা।