ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে জ্ঞান বিনিময় ও পেশাদার দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইইউবি প্রতিনিধি : ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের মধ্যে বাস্তবমুখী জ্ঞান বৃদ্ধি, পেশাগত সচেতনতা তৈরি এবং শিক্ষাজীবন শেষে পেশাগত ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) ট্যুরিজম ক্লাবের উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় ইউরোপীয়ান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়াম কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইন্সটিটিউট এর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর আনোয়ার পমি।ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণের সময় সাধারণ পর্যটকরা নানা সমস্যার মুখোমুখি হন। এর মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়, আবাসন সংক্রান্ত প্রতারণা, ট্যুর গাইডের অসদাচরণ, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং তথ্যের অভাব অন্যতম। এসব সমস্যা সমাধানে পর্যটকদের সচেতন থাকা, সরকারি অনুমোদিত সেবা গ্রহণ এবং যেকোনো অনিয়মের ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।জিনজিয়ান হসপিটালিটির তানভীর আনোয়ার পমি বলেন, পর্যটন খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় খাত। এই খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, নৈতিকতা, পেশাগত আচরণ এবং পর্যটকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ সম্পর্কে সচেতন হতে হবে। নিরাপদ ও অতিথিবান্ধব পর্যটন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যৎ পর্যটন পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও মত দেন তারা।ইইউবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে এবং পেশাগত জীবনের জন্য তাদের আরও প্রস্তুত করে তোলে। বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি এমন কার্যকর উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভবিষ্যতেও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ধরনের জ্ঞানভিত্তিক ও পেশাগত উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান ইইউবি ট্যুরিজম ক্লাবের সভাপতি মোমিনুল হক হামিম।সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাডভাইজার এমদাদুল হক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান (ইনচার্জ) ফারজানা ইসলাম জুই, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার (সিসিসি)-এর স্টুডেন্ট অ্যাডভাইজার তানজিম হোসেন অন্তর, ইইউবি টুরিজম ক্লাবের মডারেটর, বিপাশা শুকরানা, ট্যুরিজম ক্লাবের সভাপতি মোমিনুল হক হামিম, সহ-সভাপতি আবুল হায়াত ও সাধারণ সম্পাদক তাহসিন গালিবসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।