• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১১:৪৩ (04-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তালায় পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক স্বামী।২ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ তৃষা আক্তার (৩১) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একজন মাঠ সংগঠক (সিডিএ, দাবি)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১), বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকার মৃত আ. সালাম ফকিরের ছেলে।স্থানীয়রা জানান, তৃষা আক্তার ও মফিজুল ইসলাম তালা উপজেলার জেঠুয়া পূর্বপাড়ায় বাবলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ এবং পরকীয়ার অভিযোগ নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো অস্ত্র দিয়ে তৃষাকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তৃষাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”