• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১১:৪১:০৬ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে নিয়ে যুবদল নেতা উধাও

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে যুবদলের এক নেতা ব্যাংকারের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতি সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে।উধাও হওয়া যবুদল নেতার নাম হুমায়ুন কবির সোহাগ। তিনি চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও কাটাখালী এলাকার প্যাসিফিক একাডেমি স্কুলের পরিচালক।স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সোহাগের সাথে দীর্ঘদিনের পরিচয় কাটাখালী গ্রামের আব্দুল করিমের মেয়ে সীমা খাতুনের। এরপর সীমার বিয়ে হয় চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার ব্যাংকে কর্মরত আলতাব হোসেনের সাথে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।অপরদিকে হুমায়ুন কবির সোহাগও বিবাহিত। তারও ঘরে দুইটি সন্তান রয়েছে। কিছুদিন আগে সীমা তার স্বামীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে সোহাগের সাথে পালিয়ে যান। এরপর রহস্যজনকভাবে ফের স্বামীর ঘরে ফিরে আসেন সীমা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে গ্রহণ করেন ব্যাংকার স্বামী। কিন্তু এরপর আবারো সীমা স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে হুমায়ুন কবির সোহাগের সাথে উধাও হয়েছেন।এ বিষয়ে আলতাব হোসেন চাটমোহর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।