নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।২০ আগস্ট বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহাগ তালুকদার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালে নাটোরের লালপুরের পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সাথে একই উপজেলার রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল স্ত্রী লতাকে নির্যাতন করতে থাকে। এরই জেরে ২০২০ সালের ২৭ শে এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন্তের এক পর্যায়ে জানায় লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জামাই সিরাজুল ইসলামকে আসামি করে লতার বাবা একই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন।এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করলো। এসময় আদালত আসামী সিরাজুল ইসলামের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।