• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৪৯:৪৩ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টিকটক ভিডিও নিয়ে বিরোধে স্ত্রী হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নাচের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ টয়লেটের হাউজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এবং তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর শনিবার রাতে নিহত মারুফার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে নাচের ভিডিও টিকটকে প্রকাশকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় স্বামী মুকুল মিয়া স্ত্রী মারুফাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়ির টয়লেটের হাউজে মরদেহ ফেলে দেন। পরে হাউজের মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর স্বজনদের বিভ্রান্ত করতে জানানো হয়, নিহত গৃহবধূ বাড়ি ছেড়ে চলে গেছেন। ঘটনার দুই দিন পর, ১৫ ডিসেম্বর অভিযুক্ত স্বামী নিজেই বগুড়া সদর থানায় স্ত্রী নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার ওসি ইকবাল বাহার ও ইন্সপেক্টর মো. রাজু কামালের নেতৃত্বে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।১৯ ডিসেম্বর শুক্রবার অভিযুক্ত মুকুল মিয়াকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়ির টয়লেটের হাউজ থেকে নিহত মারুফার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।