• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০৩:০২:২৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০৩:০২:২৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টার মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সফর উপলক্ষে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের সাথে একটি সমাবেশের আয়োজন করে।৪ জুলাই শুক্রবার তুরস্কে বসবাসকারী শিক্ষার্থী, পেশাদার এবং ব্যবসায়ীদের একত্রিত করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হাউসে অনুষ্ঠিত অধিবেশনটি সঞ্চালনা করেন ডেপুটি চিফ অফ মিশন ড. মোহাম্মদ শাহিনুর আলম। পরিচয় পর্বের পর অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন। যার মধ্যে রয়েছে পরবর্তী জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করা এবং কনস্যুলার পরিষেবাগুলিকে আরও সহজলভ্য এবং দক্ষ করা।মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ, শাহ মোহাম্মদ জালাল উদ্দিন, ড. এএফএম শাহেন শাহ, ড. রহমত উল্লাহ রফিক, নিয়ামত উল্লাহ মাসুদ, সৈয়দ মাগফুর আহমেদ এবং রফিকুল হাসান রাফি প্রমুখ তুরস্কে বসবাসকারী বাংলাদেশিদের চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে বক্তব্য রাখেন।উপদেষ্টা আসিফ মাহমুদ তার বক্তব্যে কিছু দেশে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে জড়িত চ্যালেঞ্জগুলি স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান।কনসাল জেনারেল মিজানুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।