• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১২:৩৯:৫৬ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সেনবাগে স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে নকল স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্য সাইফুল ও মিলনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তাদের নিকট থেকে ফেনীর সোনাগাজীর কুটিরহাট বাজার এলাকার অজ্ঞাত মহিলার নিকট থেকে প্রতারণা করে আনা বেশ কিছু স্বণালংকার্র উদ্ধার করেছে।গ্রেফতাররা হচ্ছে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা এলাকার ইমাম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) ও বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউপির ৬নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের স্বর্ণকার বাড়ির কিছমত আলী প্রকাশ জাহাঙ্গীর আলমের পুত্র মো. মিলন হোসেন (৩২)। এ সময় তাদের নিকট থেকে প্রতারণা করে আনা সাড়ে আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।এর আগে ৩০ জুলাই বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সেনবাগ থানার এসআই জুয়েল রানার নেতৃত্বে পুলিশ নোয়াখালী-ফেনী ফোর-লেইন মহাসড়কের সেবারহাট বাজার সংলগ্ন মেসার্স আলাউদ্দিন ফিলিং স্ট্যাশনের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে সাড়ে আট আনা ওজনের স্বর্ণ এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ নকল স্বর্ণ উদ্ধার করা হয়।সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ৩১ জুলাই বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা পেশাদার নকল স্বর্ণ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সহজ-সরল মহিলাদের টার্গেট করে নকল স্বর্ণের বার দেখিয়ে কৌশলে আসল স্বর্ণ চুরি করে বলে স্বীকার করেছে। আদালতেও তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।