• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৫৭:০৭ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৫৭:০৭ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন(৪০) হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মামুন হোসেনের আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।মানববন্ধন গুলিতে নিহত মামুন হোসেনের সহধর্মিনী মামলার বাদি কান্না জড়িত কণ্ঠে বলেন, মামুন হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত এ হত্যা মামলার মূল আসামি যুবলীগ ক্যাডার  আক্তার ও সুমনকে  গ্রেফতার করতে পারিনি পুলিশ। এমনকি উচ্চ আদালত থেকে মামলার আসামিরা জামিন নিয়ে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পরিবারের সদস্যদের খুনিরা প্রতিদিনই নানা হুমকি দিয়ে বেড়াচ্ছে।  তিনি আরও অভিযোগ করে বলেন, মামলার তদন্তকে প্রভাবিত করতে খুনির দল নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই ই মামলার সুষ্ঠু ও সঠিক তদন্ত হোক এবং খুনিদের সর্বোচ্চ বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানি খাদের সামনে রেললাইনের পাশে স্বেচ্ছাসবক দল নেতা মামুন হোসাইনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মামুনের স্ত্রী বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তার ও সুমনসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।