• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:৪১ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:৪১ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ৫ সাংবাদিককে হত্যার হুমকি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালীন ৫জন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু।২২ জুন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।জানা যায়, এডিপির অর্থায়নে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ী হইতে সামাদ হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্ধ হয়। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই উক্ত প্রকল্পের সভাপতি। অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার নির্মাণ কাজ করায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান ৫জন সাংবাদিক।নির্মাণ কাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি সোহেল রানা পলাশ। সোহেল রানা পলাশ  দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণী সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণী সাংবাদিক বাধন মোল্লাহ ও জামালপুর বার্তা সাংবাদিক ইমরান সরকারকে হত্যার হুমকি দেন। চেয়ারম্যান তাদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকরা চেয়ারম্যানের আক্রমণ থেকে রক্ষা পায়।এ বিষয়ে ২১ জুন শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, ঘটনাস্থলে সামান্য ভুলবুঝাবুঝি হয়েছে। তৎসময়ে সাংবাদিকদের সাথে অশালিন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্খিতভাবেই ঘটনাটি ঘটেছে।এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে চুড়ান্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।