• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৪৫:৩২ (04-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সুন্দরবনের হারবারিয়ায় হরিণ শিকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের হারবারিয়া এলাকায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১৮ কেজি অবৈধ কাঁকড়া এবং শিকারের নানা সরঞ্জামসহ আট সদস্যের হরিণ শিকারী চক্রকে আটক করেছে কোস্ট গার্ড।১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া ‘দিঘির খাল’ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে হরিণের মাথা, ৪টি পা, শিকার ধরার ফাঁদ জাল, ৫ লিটার বিষ ও ২টি নৌকাও জব্দ করা হয়।অভিযান শেষে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, জব্দকৃত মালামাল ও আটক আসামিদের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনের প্রাণ ফিরিয়ে আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এই পদক্ষেপ স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।