• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩৮:৫০ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে চুরি হওয়া মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মোবাইল হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।এসময় বকশীগঞ্জ থানার এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল উপস্থিত ছিলেন। এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল। উদ্ধার হওয়া মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকেরা।