নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলা ও বসত বাড়ি ভাংচুর
নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখীল গ্রামে কিশোর গ্যাং এর দেশীয়অস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে অতর্কিত হামলায় বসতবাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্তদের আর্তচিৎকারে এলাকাবাসী দাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়।জানা যায়, ছগরী পাড়া গ্রামের সেলিমের ছেলে ইলিয়াস এর নেতৃত্বে ২ শতাধিক কিশোর গ্যাংয়ের সদস্য রামদা, চাইনিচ কুড়াল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কুকুরিখীল গ্রামের জাহাঙ্গীর, রিপন, রনি, আব্দুল মন্নান, হান্নান, ইউছুফ মিয়া, মমিনের দোকান, মালয়েশিয়া রফিকের বাড়ী, মোহাম্মদ মোস্তফা, আবুল হাশেমের বাড়ী ঘর ভাংচুর করে।পরে মাহিনী বাজার এসে সিএনজি ও অটোরিকশার যাত্রীদের নামিয়ে সিএনজি ও অটোরিকশা কুপিয়ে ভাংচুর করে, এতে বাজার ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর বিএনপি নেতারা ঘটনাস্হল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।এবিষয়ে স্থানীয় এলাকাবাসী এ হামলার সুষ্ঠু নিরপেক্ষ বিচারের জোর দাবি জানিয়েছেন।নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।