• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৬:০৫ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জুলাই আন্দোলনের যোদ্ধাকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

ভোলা প্রতিনিধি: দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন আন্দালিব রহমান পার্থ, গত শনিবার ভোলায় যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় অত্যন্ত দুঃখজনক।২ নভেম্বর রোববার সকাল ১১টার সময় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।এ সময়ে তিনি আরও বলেন, রাজনীতি কোন দিকে যাচ্ছে ভোলায় গতকালকে প্রমাণ হয়েছে। আন্দালিব রহমান পার্থ সাহেবকে আমরা বলতে চাই, আপনারা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তা কখনোই ভুলে যাওয়ার নয়। আপনি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। আপনার প্রতি আমাদের সম্মান আছে। আপনাদের ত্যাগকে আমরা সম্মান করি। আজ আপনাকে আপনার বাপদাদার ভূমি থেকে সন্ত্রাসী কায়দায় উৎখাত করার ষড়যন্ত্র করা হয়, আপনার নেতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আপনাকে আরো সতর্কতার সাথে আগামীর দিনগুলোতে দেশের জন্য কাজ করতে হবে।তিনি ভোলার মানুষদের লক্ষ্য করে বলেন, আপনাদের জানা উচিৎ, যারা জুলাই সনদ চায় না তারাই বাংলাদেশ কে কোন দিকে নিতে চাচ্ছে, তারা কিসের প্রস্তুতি নিচ্ছে এ বিষয়টি আপনাদের বুঝতে হবে।আজকে ভোলায় পার্থ সাহেবের বিরুদ্ধে যে মুভমেন্ট চালানো হচ্ছে তার ইঙ্গিতের প্রতি আপনাদের সজাগ থাকতে হবে।এনসিপির ভোলা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) সম্পাদক যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দরা।