• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:২৩:৪৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নওগাঁয় কোটি টাকার হিরোইন উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রেনে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৬০০ গ্রামের বেশি হিরোইন উদ্ধার করেছে বিজিবি-১৬ এর একটি আভিযানিক দল।৭ এপ্রিল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার সময় রাণীনগর রেলওয়ে স্টেশনে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর ফারুক।এ বিষয়ে আভিযানিক দলের প্রধান ও বিজিবি-১৬ এর মেজর ফারুক জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে হিরোইনের একটি বড় চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাণীনগর রেলওয়ে স্টেশনে বিজিবির একটি দল রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করে।এসময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে সিটের নিচে হিরোইনের ছয়টি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। ছয়টি প্যাকেটে আনুমানিক ৬ শতাধিক গ্রাম হিরোইন ছিলো,  যার আনুমানিক বাজার মূল্য মনে করা হচ্ছে প্রায় কোটি টাকা।এই বিষয়ে আরও বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।