প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী।৩০ আগস্ট শনিবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানিয়েছে, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সানায় ইসরাইলের বিমান হামলায় আহমেদ আল-রাহাভিসহ কয়েকজন মন্ত্রিসভার সদস্য নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়, হুতি নিয়ন্ত্রণাধীন এলাকায় সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে। তবে ওই হামলায় কতজন মন্ত্রী নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানায়নি হুতিরা। এক ভিডিও বার্তায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাত বলেন, ‘আমরা প্রতিশোধ নেব, ক্ষতের গভীর থেকে বিজয় অর্জন করব।ইসরাইলের সেনাবাহিনী বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায়। গাজায় ইসরাইলের যুদ্ধের কারণে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ হামলার ঘটনা ঘটে।গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরাইলি এবং পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পর ইসরাইল দফায় দফায় হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির ভেতরে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরাইলি সেনাবাহিনী।