পীরগঞ্জে হাইওয়ে পুলিশের ‘হ্যালো এইচপি অ্যাপ’ ইনস্টলেশন ক্যাম্পেইন
                                                             রংপুর ব্যুরো: মহাসড়কে যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা দিতে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিতে চালু করা হয় ‘হ্যালো এইচপি অ্যাপ’। ডিজিটাল বাংলাদেশের স্মার্ট পুলিশিংয়ের অ্যাপস ভিত্তিক সেবার মান তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ‘হ্যালো এইচপি অ্যাপস’ ইনস্টলেশন ক্যাম্পেইন কার্যক্রমে কমিউনিটি পুলিশিং সভা করেছে পীরগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।২৭ সেপ্টেম্বর বুধবার বিকালে কমিউনিটি পুলিশিং সভায় পীরগঞ্জ, লালদীঘি, বড়দরগা, শঠিবাড়ি, মিঠাপুকুর, জায়গীর হাট ও বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডের শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।কমিউনিটি পুলিশং সভায় বড়দরগা হাইওয়ের ইনচার্জ সোলাইমান শেখের সভাপতিত্বে সভায় অ্যাপস পরিচিতি বক্তব্য দেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রচারের দ্বায়িত্বে থাকা এস আই ইমদাদুল হক।এস আই ইমদাদুল হক বলেন, হাইওয়েতে রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তার তথ্য ছাড়াও ভাড়ার তালিকা, ব্রিজের টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে এ অ্যাপসে। জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অঞ্চলভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর, মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বরও পাওয়া যাবে।কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহেল বাকি বাবলু , দৈনিক সংবাদের পীরগঞ্জ প্রতিনিধি সরওয়ার জাহান, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পিসহ বিভিন্ন বাসের চালক ও শ্রমিক নেতারা।