• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৪৩:২৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৪৩:২৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে ‘জনগণের মুক্তির সনদ’ হিসেবে অভিহিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। তিনি বলেন, ‘এই রূপরেখা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা।’৩০ জুন সোমবার বিকেলে রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তিনি আজমপুর বিডিআর বাজার থেকে শুরু করে থানা এলাকার বিভিন্ন সেক্টর, বাজার ও সড়কে পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, ‘এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখাবে।’বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে আফাজ উদ্দিন বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।’এসময় উত্তরার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।