ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শনী ‘কালার্স অব ন্যাচার’
বিনোদন ডেস্ক: সম্প্রতি রাজধানীর ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে শেষ হলো ’কালার্স অব ন্যাচার’ শিরোনামে চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শনী। ৭৫টি ছবিতে শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রকৃতির নানা রঙের ভিন্ন ভিন্ন গল্প। এটির তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী।সভ্যতার শুরুতেই শিল্পের স্বীকৃতি পাওয়া প্রায় ৬০ হাজার বছরের পুরনো শিল্প– চিত্রকর্ম। এক্রেলিক রঙে শিল্পী এঁকেছেন ফুল-পাখি-মাছ ফেনীল সমুদ্র, ফুটিয়ে তুলেছেন মৃত্তিকা-প্রকৃতি আর প্রাণী জগতের নানা দৃশ্য। কখনো দেশ, কখনো মহাদেশ কখনও-বা নজর হারানো গভীরতা। এসবেই মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের মধ্যে।শিশু থেকে বৃদ্ধ সাধারণ থেকে অসাধারণ সবার কাছেই শিল্পীর তুলির আঁচড় যেন ভালোলাগার থেকেও বেশি কিছু। প্রকৃতির সব রঙ ধরা দিয়েছে চার দেয়ালের বন্দী বাক্সে। আর তাই শহুরে জীবনে এই প্রদর্শনী যেন প্রাণের সঞ্চার।গত শুক্রবার বিকালে চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে অন্যান্য অতিথীদের সাথে নিয়ে প্রদর্শনী উদ্বোধন করেন শিল্প বিষয়ক লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম। কালার্স অব ন্যাচারের মিডিয়া পার্টনার এসএ টিভি।