• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ রাত ১১:৩৩:৫১ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

কৃষকের ১২ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৮:৩৩

সংবাদ ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড জোড়ামতল এলাকায়
পূর্ব শত্রুতার জের ধরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের ১২ শতাংশ জমির লাউ গাছ ও শসা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক ও তার পরিবার।

Ad

৫ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. আজাদ, তিনি মৃত নুর আহম্মদের ছেলে।

Ad
Ad

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েক মাস আগে প্রায় ১২ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউয় ও শসার চারা রোপণ করেছিলেন কৃষক মো. আজাদ ও তার মা বিবি মরিয়ম। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন তারা।

প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ১১টার দিকে ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কেটে রাখা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। তারাই লাউ গাছ কেটে ফেলেছে।  

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক সোহেল বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, কিন্তু তাই বলে এভাবে কৃষি জমির গাছ কাটা উচিত নয়। যারা গাছ কেটেছে আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাব তাদের যেন আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয়। 

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারেক উদ্দিন সিকদার বলেন, যে বা যারা গাছগুলো কাটুক না কেন তাকে আইনের আত্তায় আনার জন্য প্রশাসনে প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার হাবিব উল্লা বলেন, লাউ গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার কারণে এভাবে  কৃষি গাছ কেটে ফেলা ঠিক নয়। এই সকল কাজ থেকে সকলকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:১৩

সংবাদ ছবি
নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৩৪:৫২


সংবাদ ছবি
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০০:৫৩

সংবাদ ছবি
ইংলিসের বিয়ের খবরে চটে যান পাঞ্জাবের মালিক
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:০৪

সংবাদ ছবি
ফের ভোটে ফিরলেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০০





Follow Us