• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৮:০৮:৫৩ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

মার্কিনিদের সঙ্গে দিল্লির কী কথা হবে আজ?

১০ নভেম্বর ২০২৩ সকাল ০৮:২০:১১

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: হামাস-ইসরাইল চলমান সংঘাতের মধ্যেই নয়াদিল্লি আসছেন উচ্চ পর্যায়ের মার্কিন দুই প্রতিনিধি, আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন। 

Ad

আজ ১০ নভেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ‘টু প্লাস টু’ কাঠামোয় বৈঠকে বসবেন তারা। চলতি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠককে গোটা অঞ্চলের জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Ad
Ad

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, প্রতিরক্ষা থেকে নিরাপত্তায় সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদানপ্রদানকে খতিয়ে দেখা হবে। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। যৌথ বিবৃতিও প্রকাশিত হয়। দ্বিপাক্ষিক পথনির্দেশিকা মেনে আগামী দিনে কতটা এগোনো যাবে, তা নিয়ে স্ব স্ব ক্ষেত্রে আলোচনা করবেন ভারত এবং আমেরিকার কর্তারা।

কথা হবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও। আগামী জানুয়ারি মাসে ভারতে ‘কোয়াড’-এর শীর্ষ বৈঠকের কথা রয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের এই ‘কোয়াড’-এ যোগ দিতে বাইডেনের ফের নয়াদিল্লি আসার কথা রয়েছে। তাঁকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি করার চেষ্টাও করছে সাউথ ব্লক। এ ব্যাপারে ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আলোচনা হবে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়েও। বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন, সেখানে ভোট যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তা নিয়ে ওয়াশিংটন ‘অতিসক্রিয়তা’ দেখাচ্ছে বলে অনেকেই মনে করছেন। তা নিয়ে আসন্ন বৈঠকে ভারতের সঙ্গে আমেরিকার কথা হতে পারে বলেই জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পুলিশে ২৭৩ জন এসআই পদে পদোন্নতি
৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:০৬:০৫







সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১


Follow Us