• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ সকাল ১০:২৭:৪৮ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এমপি বাহারকে মেয়ের পক্ষে প্রচারণায় অংশ না নিতে চিঠি

৬ মার্চ ২০২৪ সকাল ১১:৪০:২৩

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদের উপনির্বাচনের প্রার্থী তাহসীন বাহারের পক্ষে নির্বাচিন প্রচারণা অংশ গ্রহণ না করতে চিঠি দেওয়া হয়েছে।

৫ মার্চ মঙ্গলবার গভীর রাতে এমপি বাহারকে  রির্টানিং অফিসার মো. ফরহাদ হোসেন এ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়।

জানা গেছে, ঐ রিট পিটিশনে আদেশে রিট গ্রহণ করে রুল জারি করা হয় এবং গত সিটি নির্বাচনের সময় ২০২২ সালের ৮ জুন প্রদত্ত নির্বাচন কমিশনের চিঠির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করা হয়। কিন্তু নির্বাচনী আচরণ বিধিমালার উপর কোন স্থগিতাদেশ উল্লেখ নেই।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনের রির্টানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ৩ মার্চ ২০২৪ তারিখ নগরীর ইস্টার্ন প্লাজা মার্কেটে মতবিনিময় সভার নামে বাস প্রতীকের নির্বাচনি সভা সম্পন্ন করে মার্কেটে প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মর্মে ভিডিও চিত্রসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিখিত অভিযোগ দাখিল করেছেন (কপি সংযুক্ত)। এছাড়াও গণমাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহসীন বাহারের পক্ষে আপনার প্রচারণা চালানোর সংবাদ প্রকাশিত হয়েছে। যা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এর পরিপেক্ষিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহসীন বাহারের পক্ষে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় পাঠানো ওই চিঠিতে। সেই সাথে রিট পিটিশন নং-৬৭৩২/২০২২ এ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের প্রদত্ত আদেশের কপি প্রেরণ করার জন্যও অনুরোধ করে হাইকোর্ট বিভাগ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০:০৭

সংবাদ ছবি
আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:০১