• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:৩৫:৩৭ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভৈরবে ছিনতাইয়ের ৪ লাখ টাকা উদ্ধার, আটক ৪

২০ মার্চ ২০২৪ বিকাল ০৫:৫০:২১

সংবাদ ছবি

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ীর পথরোধ করে ছিনতাই করা ৪ লাখ টাকা উদ্ধারসহ চার ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

১৯ মার্চ মঙ্গলবার রাতে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ভৈরব থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ছিনতাই হওয়া ৫ লাখ টাকার মধ্যে তাদের কাছ থেকে ৩ লাখ ৯২ হাজার এক শত টাকা উদ্ধার করা হয়।

২০ মার্চ বুধবার দুপুর ২টায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। আটক ছিনতাইকারীরা হলো- সোহাগ মিয়া (৩৫), সাদির মিয়া (২০), মো. আরিয়ান মিয়া (১৯) ও সাব্বির মিয়া (২৪)।

থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, ১৭ মার্চ উপজেলার তুলাকান্দি গ্রামের হাজী রইছ মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৮) মোটরসাইকেল যোগে ভৈরব রানীর বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে  যাওয়ার জন্য রওনা হয়। বিকাল পৌনে ৬টার দিকে পথে চন্ডিবের ব্রিজের কাছে কয়েকজন ছিনতাইকারী অপর মোটরসাইকেলে এসে মোক্তার হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় দেশিয় অস্ত্রের মুখে বেধরক মারপিট করে ব্যাগের ভিতরে নগদ ৫ লক্ষ টাকা এবং একটি স্যামসাং স্মার্ট ফোন জোরপূর্বক ছিনতাই করে পালিয়ে যায়। এরপর অভিযোগের প্রেক্ষিতে ভৈরব থানার মামলা গ্রহণের পর ছিনতাইকারীকে গ্রেফতার ও টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালায়। অভিযানে মঙ্গলবার রাতে ৩ লাখ ৯২ হাজার এক শত টাকা উদ্ধার করে। অবশিষ্ট টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতার ৪ আসামির মধ্যে সোহাগ মিয়াকে ১৬৪ ধারা জবানবন্দির জন্য সকালে কিশোরগঞ্জ কোর্টে নেয়া হয়েছে এবং বাকি ৩ আসামিকে আজ বিকেলে কিশোরগঞ্জ জেল-হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭