• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:১০:৩৯ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৮:৪৫

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে জামান এন্টারপ্রাইজ বাস কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া নেওয়ায় মোবাইল কোর্ট পারিচালিত হয়েছে।

৫ এপ্রিল শুক্রবার দুপুরে পৌরবাস টার্মিনালে জামান এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, জামান এন্টারপ্রাইজের কুমারখালীতে দায়িত্বরত কাউন্টার মাস্টার ঢাকার ভাড়া ১ হাজার টাকার স্থলে ১২০০ টাকা নেওয়ায় যাত্রীরা টিকিটের উপর ১২০০ টাকা লিখতে বলে। কিন্তু তারা প্রতিটা টিকিটে ২০০ টাকা ঈদ বকশিস দাবি করে জোরপূর্বক আদায় করে।

এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. আমিরুল আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জামান এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮