• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০২:৫৭ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় তরুণীর মরদেহ উদ্ধার

৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৪:২৩

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় রোকসানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফতুল্লার মুসলিমনগর হাবুইল্লার ব্রিজ সংলগ্ন মোখলেছুর রহমানের ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রোকসানা পিরোজপুর জেলার নেসারাবাদ থানার পঞ্চবটি গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, রোকসানা গ্রামের বাড়ি থেকে ফতুল্লা এসে কোনো এক ছেলেকে বিয়ে করেন। তবে পরিবারের কেউ জানেন না রোকসানার ওই স্বামীর নাম। যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ির বাড়িওয়ালাও রোকসানার স্বামীর নাম জানেন না। রোকসানা ভাড়াটিয়া বাসায় একাই থাকতেন। মাঝে মধ্যে তার স্বামী এসে রাতে থেকে সকালে চলে যেতো।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য রোকসানার মৃতদেহ শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৯:২৩