• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:১১:৩৪ (07-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাই সড়কে দুই দফা গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত

৩১ মে ২০২৫ সকাল ১০:২৭:২০

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালি ও রাঙ্গুনিয়ার সীমান্ত রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দুই দফা গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

৩০ মে শুক্রবার সকাল সাড়ে ৬টা ও সকাল ৯টার দিকে পৃথক দুটি স্থানে গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় বড় রেইন ট্রি গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

পরে  একই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালি এলাকায় সকাল নয়টার দিকে একটি বড় রেইন ট্রি গাছ পড়ে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।  

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন ইনচার্জ মো. জাহেদুর রহমান বলেন, ‘অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পৃথক স্থানে গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ
৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৭