মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে টনসিল অপারেশনের পর জ্ঞান না ফেরায় জিয়াসমিন আক্তার শিল্পী (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াসমিন দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, টনসিলের সমস্যায় ভুগছিলেন জিয়াসমিন। শুক্রবার দুপুরে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বিকেলে তার অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. এনামুল হক। এ সময় এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. জিয়া। অপারেশনের পর রোগীর জ্ঞান না ফিরলে দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াসমিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে বলে জানা গেছে। তবে নিহতের স্বামী রেজাউল করিম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
হাসপাতালের চেয়ারম্যান ডা. আরশাদ উল্লাহ বলেন, এটি ভুল চিকিৎসার কারণে নয়, অপারেশনের পর রোগীর হার্ট অ্যাটাক হতে পারে। আমরা রোগী পক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছি।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available