• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩২:৩৯ (06-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:০৯

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মো. আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কালিয়াকৈর পৌরসভার শিমুলতলী এলাকায় বিবাদী মো. মামুন আলী (৪০) ও তার সহযোগী আমিনুল ইসলাম (৫৫)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক আজিজুর রহমানের উপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামুন আলী ভুক্তভোগীর আপন ভাতিজা এবং নিজেকে পীর দাবি করে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন বাড়ির সামনে গলি রাস্তায় মামুন আলী ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধা দিলে তারা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মামুন আলী দুই হাত দিয়ে সাংবাদিক আজিজুর রহমানের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় সাংবাদিক আজিজুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মান্নান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ
৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৭





সংবাদ ছবি
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:০৯