• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:২২:২৯ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাতের আঁধারে খালের ওপর রাস্তা নির্মাণ, জানেন না পিআইও

৩০ জুন ২০২৫ দুপুর ১২:১১:২১

সংবাদ ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ওহেদ মোল্যার ডাঙ্গী গ্রামে খালের উপর দিয়ে রাতের আঁধারে সরকারি প্রকল্পের রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। খালটির স্বাভাবিক পানি প্রবাহের পথ বন্ধ করে রাস্তা নির্মাণ করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গেছে, ২৭ জুন শুক্রবার রাতে একটি এস্কেভেটর (ভেকু) ব্যবহার করে খালের পানি প্রবাহের পথ বন্ধ করে মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে গেছে, যা ভবিষ্যতে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যার কারণ হতে পারে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম কাউসার বলেন, এটি সরকারি প্রকল্পের রাস্তা। জনগণের চলাচলের সুবিধার্থে খালের ওপর রাস্তাটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে। একটি ব্রিজের প্রস্তাব দেয়া হয়েছে, সেটি নির্মাণের পর রাস্তা অপসারণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার জানান, খালের ওপর রাস্তা নির্মাণের বিষটি আমার জানা নেই। তবে খালের জন্য একটি ব্রিজের প্রস্তাব দেয়া হয়েছে। কোন প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, চেয়ারম্যান ভালো জানেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০