• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:২১:০৩ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রামে শিশু আবির হত্যা: বিচারের দাবি পরিবারের

২৭ জুলাই ২০২৫ দুপুর ০২:৪৩:৩২

সংবাদ ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলোচিত শিশু আবির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই রোববার দুপুরে বনপাড়া মহিষভাঙ্গা শিশু আবিরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার ও এলাকাবাসী।

এসময় আবিরের বাবা-মা তাদের বক্তব্যে বলেন, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি শিশু একা কখনোই আবিরকে হত্যা করতে পারে না। এ হত্যাকাণ্ডের সাথে  অবশ্যই ওই খুনির পরিবার জড়িত রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার সন্তানকে হত্যা করা হয়েছে, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তদন্তে প্রশাসনের গাফিলতি আছে এমন অভিযোগ দিয়ে তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, বর্তমানে আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। কোনো এক অদৃশ্য কারণে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি, যেন আমার সন্তানের হত্যাকারীরা কেউ রক্ষা না পায়।

উল্লেখ্য, গত ২৬ জুন উপজেলার মহিষভাঙ্গা এলাকার নির্মাণাধীন বনলতা মসলা ফ্যাক্টরির পরিত্যক্ত মাঠে নৃশংসভাবে হত্যা করে ভুট্টার গাছ দিয়ে ঠেকে রাখা হয় নয় বছর বয়সি অবুঝ শিশু আবিরকে। বাড়ি থেকে নিখোঁজের ছয় ঘণ্টা পর আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত আবিরের প্রতিবেশী ১২ বছর বয়সী অপর এক শিশুকে গ্রেফতার করা হয়। বর্তমানে পিবিআইকে এ মামলার তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
শুল্ক দিয়ে ভারত আমাদের হত্যা করেছে: ট্রাম্প
৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৫:৩৪

সংবাদ ছবি
পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত
৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:০৬:৪৭