গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: এম এ বারী শিক্ষা পরিবারের আয়োজনে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট সনদপত্র কম্পিউটার প্রদান উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবার বিকেলে মাওনাস্থ বেগম আয়েশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সভাপতি মো. মোছাদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যরিস্টার জাহিদ হাসান আকন্দ।
অনুষ্ঠানের প্রথমার্ধে জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে কুসুমকলি বিদ্যালয়ের মুক্তমঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুসুমকলি বিদ্যানিকেতন এর পরিচালক শওকত ওসমান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অগ্রণী মডেল কলেজ এর অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক মো. ইসমাঈল হোসেন মাস্টার, এইচ একে অ্যাকাডেমির পরিচালক শাহীন সুলতানা, শিরিন আওলাদ মডেল স্কুল এর পরিচালক মহিদুল ইসলাম, হাজেরা মেমোরিয়াল স্কুলের পরিচালক আবু হানিফা, এ এম ইসলামিক কিন্ডারগার্টেন এর পরিচালক, মো. জাকারিয়া, আব্দুল করিম সরকার মেমোরিয়াল স্কুলের পরিচালক কামরুল হাসান সাগর, মাওনা মেধা সিঁড়ি স্কুলের পরিচালক, আরিফুল ইসলাম, ভাংনাহাটি পাবলিক স্কুলের পরিচালক সেলিম শেখ, সিপি মোড় মডেল স্কুলের পরিচালক নাজমুল আহসান, মর্নিং সান স্কুলের পরিচালক, রিপন শেখ,হাজী আব্দুর রউফ মর্ডান স্কুলের প্রধান শিক্ষক সুমন মিয়া, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এইচ এ কে অ্যাকাডেমির মেধাবী শিক্ষার্থী আতিকা ইবনাত ছোয়াকে এম এ বারী শিক্ষা পরিবারের পক্ষ থেকে একটি পার্সোনাল কম্পিউটার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে সকল শহীদ এর আত্মার মাগফিরাত কামনা করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available