নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে ১৪ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
২৫ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন ৷ এসময় আসামী উজ্জল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামী উজ্জল হোসেন জেলার মহাদেবপুর থানার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসীন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়- উজ্জল হোসেন পেশায় একজন কবিরাজ। ২০২১ সালের ২২ জুলাই সকালে কিশোরীকে প্রলোভন দিয়ে তার নানীর বাড়ি থেকে সে অপহরণ করে। পরে তার বোনের বাড়িতে আটকিয়ে রাখে। ঘটনায় মেয়ের মা বদলগাছী থানায় একটি অভিযোগ করলে পুলিশ মেয়েকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ।
আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত আসামি উজ্জল হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। জরিমানার অর্থ অপহরণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন- কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। কিন্তু এর সাপেক্ষে কোন প্রমাণ আমরা আদালতে দেখাতে পারিনি। তবে অপহরণের বিষয়টি সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীর ১৪ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আসামির পক্ষে বিজ্ঞ কৌশলি আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available