গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল, এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায়, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
২৫ আগস্ট সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনুমোদনহীন কারখানাটি বন্ধ করে দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রশাসনে নজর এড়িয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা হয় এ সিসা গলানোর কারখানা। এসব কারখানায় পুরানো নষ্ট ব্যাটারি গলানো হয়।
এর ক্ষতিকারক ধোঁয়ায় মানুষের মারাত্নক স্বাস্থ্য ঝুকি রয়েছে। চারপাশের পরিবেশ দূষিত এবং ফসলাদি নষ্ট হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে কারখানাটির মূল্যবান জিনিসপত্র সরিয়ে একটি জেনারেটর ও ২০ বস্তা কয়লা ফেলে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে এ কারখানার কাজ চালিয়ে আসছিল। খবর পেয়ে জনস্বার্থে অভযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নূরুল আমিন প্রধান ও জনাব মোহাম্মদ মিকাইল হোসাইন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় ছিলেন, তারা বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এরকম যত্রতত্র খোলা জায়গায় অবৈধভাবে ব্যাটারী থেকে সীসা গলানো, এসিড মিশ্রিতপানি পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ যা জনজীবন, জীব বৈচিত্র্য, কৃষি উৎপাদন সহ পরিবেশ ও প্রতিবেশের উপর বিরুপ প্রভাব ফেলে। এ ধরণের অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available