• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩২ রাত ০১:৩৮:৪৩ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়া মিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ সমাবেশে অনুষ্ঠিত

৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩১

সংবাদ ছবি

সাইদুর রহমান, মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট রোববার বিকেলে উপজেলা কার্যালয়ের সামনে এ সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর-ভেড়ামারা বিএনপির সাবেক তিনবারের এমপি, সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, এ দলের শেকড় মানুষের অন্তরে প্রোথিত। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

তাঁর এই বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত নেতা-কর্মীদের চোখে-মুখে ভেসে ওঠে নতুন আশার আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুসসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশস্থল নেতা-কর্মীদের ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ শ্লোগানে, কেউ করতালিতে প্রমাণ করেছেন বিএনপির প্রতি তাদের অটল ভালোবাসা ও আস্থার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।

তাঁরা প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করার আহ্বান জানান।

এই সদস্য সংগ্রহ অনুষ্ঠান শুধু রাজনৈতিক কর্মসূচিই ছিল না, বরং তা পরিণত হয়েছিল এক আবেগঘন মিলনমেলায়—যেখানে নেতাকর্মীরা নব-উদ্দীপনায় শপথ নিলেন গণমানুষের মুক্তির আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার
৩১ আগস্ট ২০২৫ রাত ০৮:২৬:৪৫





সংবাদ ছবি
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, থানায় মামলা
৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:১৮

সংবাদ ছবি
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি
৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪০:৩৮