স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: গাজী পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে একটি চক্র ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা গাজী স্বপন।
তিনি বলেন, গত ২৯ আগস্ট শুক্রবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন ও দৈনিক ডান্ডিবার্তা পত্রিকায় ‘রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া মাদক ব্যবসায়ীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহলের ইন্ধনে সংবাদটিতে আমাকে এবং আমার ছোটভাই গাজী সোহানকে জড়িয়ে কাল্পনিক তথ্য উপস্থাপন করে আমাদের পারিবারিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
গাজী স্বপন বলেন, আমার জেঠা প্রয়াত গাজী ইসমাঈল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং আমার ছোট চাচা গাজী মনির হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ছাড়াও আমার মামা ফারুক আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের পরিবারটি বিএনপি পরিবার হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের গাজী পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সংবাদ পরিবেশনের আগে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশ করুন। তাহলে মানুষ উপকৃত হবে। কারণ গণমাধ্যম জাতির দর্পণ স্বরূপ। সেটি যেন কারো ইন্ধনে কোনো ব্যক্তির মান-সম্মান ক্ষুণ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available