• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩২ রাত ১২:১৪:০৯ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১০:৪২

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিসবটি উপলক্ষে  ১ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ মুক্তমঞ্চে সমাবেশ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।

বক্তব্য তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। সমাবেশে নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ‌দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঘরে নববধূ, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৫:৩১