• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৫৯:২০ (06-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিনাইদহে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৮:০০

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গার সতের মাইল এলাকার কানাপুকুর থেকে মসিউল আলম রজু (৮৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ সেপ্টেম্বর শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহত মশিউল আলম রজু একই উপজেলার পদমদী গ্রামের বাসিন্দা।

নিয়ত রজুর ভাতিজা সুমন আহমেদ জানান, ‘গত ৪ সেপ্টেম্বর বিকেল থেকে আমার চাচা নিখোঁজ ছিলেন। সকল আত্মীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার বিভিন্ন মাইকিং করা হয়। আজ শনিবার সকালে কানাপুকুরে আমার চাচার মরদেহ দেখে গ্রামবাসী খবর দেয়। খবর পাওয়ার পর সেখানে গিয়ে তার মরদেহ দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে, এটা হত্যা না অন্য কিছু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ঝিনাইদহে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৮:০০