• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৫০:১৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

যুবদল থেকে বহিষ্কৃত সেই নেতাকে এবার বিএনপি থেকেও অব্যাহতি দেয়া হলো

৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১১:০৬

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের ৬ মাস ১১ দিন পর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

৭ সেপ্টেম্বর রোববার রাতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তা জানানো হয়।

মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দেয়া উক্ত পত্রটিতে উল্লখ করা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আপনাকে নরসিংদী শহর যুবদলের আহবায়ক পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে আপনাকে নরসিংদী জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থী হিসেবে কেন্দ্র গণ্য করেছে। তাই কেন্দ্রের নির্দেশে আপনাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। সে পত্রে উল্লেখ করা হয়েছিল, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।”

তবে বিভিন্ন অপকর্মের কারণে বহিষ্কৃত নেতা মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে গত ৫ জুন নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিতে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক করা হয়। কমিটিতে তার নাম রাখার পরই জেলাজুড়ে শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি শহীদ চৌধুরী নামে এক ব্যক্তির রেলওয়ের বরাদ্দকৃত দোকান দখল করেও খবরের শিরোনাম হন সুমন। এমনকি সুমনের ভয়ে শহীদ চৌধুরী বর্তমানে এলাকা ছাড়া। এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর রোববার কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকে জেলা বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এ ব্যাপারে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ