মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: অপরাধ দমন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী ।
এরই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
৭ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নাস্থ খুশিয়ারপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্টগার্ড।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available