• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:৩৪:০৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০ মার্চ ২০২৫ সকাল ১০:৩৪:১৯

সংবাদ ছবি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের পর থেকে বালুর ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Ad

গোলাম সরোয়ার নামের এক ব্যক্তি বাদী হয়ে ভূঞাপুর থানায় এই মামলা দায়ের করেছেন। মামলায় নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলীসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নিকরাইল ইউনিয়নের পলশিয়ার বাগানবাড়ি এলাকায় এক ব্যক্তি তার জমিতে বালুর ঘাটের রাস্তার কাজ করছিলেন। এসময় প্রতিপক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য ৮ মার্চ শনিবার বিকেলে উপজেলার ল্যাংড়া বাজারে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে রফিক (২৭), মাফি (২৫) ও মান্নান (৬০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত রফিক জানান, আমি নিজের জমিতে রাস্তার কাজ করছিলাম। হঠাৎ লোকমান ও হোসেনের নেতৃত্বে একদল লোক এসে আমাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় নেতারা সালিশ ডাকলেও তাতে কোনো সমাধান হয়নি। এরপর আবার হামলা চালানো হয়।

নিকরাইল ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম রিপন বলেন, আমরা আদালতে মামলাও করেছি। থানায়ও অভিযোগ দিয়েছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও প্রতিপক্ষের লোকজন ফের হামলা চালিয়েছে। এতে আমাদের অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us