রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হতে চলেছে। এই আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেয়েছেন আপন দুই সহোদর। বড় ভাই লড়ছেন বিএনপি থেকে এবং ছোট ভাই জামায়াতে ইসলামীর হয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

বড় ভাই আজিজুর রহমান জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিএনপির প্রার্থী। ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী। তারা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের মনছুর আহমেদের সন্তান। তাদের বাবা মনছুর আহমেদও একসময় মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।


৩ নভেম্বর সোমবার বিএনপির কেন্দ্র ঘোষিত প্রার্থীর তালিকায় কুড়িগ্রাম-৪ আসনে আজিজুর রহমানের নাম ঘোষণার পর এই খবর চাউর হয়। এর কয়েক মাস আগেই এই আসনে জামায়াতে ইসলামী তার আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
রাজনৈতিকভাবে একে অপরের প্রতিপক্ষ হলেও দুই ভাই দাবি করছেন যে তাদের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে এই প্রতিদ্বন্দ্বিতা কোনো প্রভাব ফেলবে না। তবে ভোটের মাঠে কেউই কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন।
জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আজিজুর রহমান আমার বড় ভাই। তার প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা থাকবে। কিন্তু রাজনীতির মাঠে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। জামায়াত একটি আদর্শিক দল। এখানে দল যাকে মনোনয়ন দেবে সবাই তার জন্য কাজ করবে।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোস্তাক আরও বলেন, ‘ভোটাররা সব জানে, বোঝে। জামায়াতের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ জয় আমাদের হবে।’
অন্যদিকে বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, ‘এতে আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দল আমাকে প্রার্থী ঘোষণা করায় তাদের (জামায়াতের) পরিকল্পনা ভেস্তে গেছে। ছোট ভাইয়ের প্রতি পরিবার ও গ্রামবাসীর সমর্থন নেই।’
ভোটারদের আস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভোটাররা আমার প্রতি আস্থাশীল। তারা বিএনপিকে জয়ী করবে ইনশাল্লাহ।’
দুই ভাইয়ের এই দ্বৈরথ এখন কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনি পরিবেশকে আরও উত্তপ্ত ও আকর্ষণীয় করে তুলেছে। শেষ পর্যন্ত কে পাবেন জয়ের মালা, সেদিকেই তাকিয়ে আছে সবাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available