• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:০৪ (29-Dec-2025)
  • - ৩৩° সে:
সৈয়দপুরে বিএনপি-জামায়াতসহ ৮ জনের মনোনয়নপত্র জমা

সৈয়দপুরে বিএনপি-জামায়াতসহ ৮ জনের মনোনয়নপত্র জমা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আট জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করলেন।২৯ ডিসেম্বর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও এ আসনের সহকারী রিটার্ণিং অফিসার এর কার্যালয়ে ওই মনোনয়নপত্র দাখিল করেন।তার মধ্যে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার ( বিএনপি),জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টি থেকে সাবেক এমপি আলহাজ সিদ্দিকুল আলম ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ জয়নাল আবেদীন, সাবেক এমপি মরহুম আমজাদ হোসেন সরকারের ছেলে মো. রিয়াদ আরফান সরকার রানা ( স্বতন্ত্র), সাবেক এমপি মরহুম আব্দুল হাফিজ এর নাতি শাহরিয়ার ফেরদৌস ( স্বতন্ত্র) ও জাতীয় যুব সংহতির পক্ষে রওশন মাহানামা ( স্বতন্ত্র) ।তারা সকলেই তাদের মনোনয়নপত্র এ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেমা তাকমিলার হাতে মনোনয়ন জমা দেন। বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় সাথে ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাজী একরামুল হকসহ অনেকে।জামায়াত প্রার্থীর সাথে ছিলেন- কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৈয়দপুর উপজেলা আহ্বায়ক মঞ্জুর আলম অর্জন।