• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৩:৩৪ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

পলাশবাড়ীতে পিতার দায়ের করা মামলায় ছেলে গ্রেফতার

২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:৪১

পলাশবাড়ীতে পিতার দায়ের করা মামলায় ছেলে গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান হাসু (৫০) কে গ্রেফতার করা হয়।

Ad
Ad

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মাহাবুব ইসলাম (৭২) ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র ছেলে ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি পুত্রের নামে লিখে দেন। কিন্তু পরবর্তীতে ছেলে হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা (৪৫) যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ উঠে।

একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে খাবার না দেওয়া, গালিগালাজ, মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয় এবং একাধিকবার বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হয়। নিরুপায় হয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় বৃদ্ধ পিতা মো. মাহাবুব ইসলাম গত ৮ জানুয়ারি পলাশবাড়ী থানায় মামলা নং–৪ দায়ের করেন।

স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সন্তান দ্বারা বাবা-মায়ের প্রতি এমন অমানবিক আচরণ সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনেকে।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৬:০৭


তারেক রহমানের সঙ্গে দেখা করলেন আহতদের পরিবার
তারেক রহমানের সঙ্গে দেখা করলেন আহতদের পরিবার
২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৯:২১




Follow Us