ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর প্রাণকেন্দ্র রেলওয়ে গেটে ফ্লাইওভার নির্মান ঈশ্বরদী বাসীর প্রাণের দাবি। সেই দাবি পূরনের আশ্বাস সহ ঈশ্বরদী প্রেসক্লাবের আধুনিক বহুতল ভবন নির্মাণ, সকল সংবাদকর্মীদের সমন্বয়ে একটি মাত্র প্রেসক্লাব তৈরী, মৌসুমি সবজি রক্ষনা বেক্ষনের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত হিমাগার, ঈশ্বরদী সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়ের পাশাপাশি এক গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

২৪ জানুয়ারি শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় এ আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পাবনা-৪ এর ধানের শীষ কাণ্ডারি হাবিবুর রহমান হাবিব।
এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদীতে লিচু সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হবে। সেই সাথে কৃষকের স্বার্থে লিচুর গবেষণা কেন্দ্র তৈরির উদ্যোগ নেয়া হবে। অত্রাঞ্চলের সকল প্রকার রাস্তার সংস্কার ও পাকা করার পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একটি ৮ তলা ভবন নির্মাণ করা হবে। শুধু তাই নয়, ঈশ্বরদীতে শিশুবান্ধব পরিবেশ তৈরির জন্য এখানে একটি শিশুপার্ক তৈরী করা হবে। সেই সাথে সাংস্কৃতিক বিকাশের জন্য তৈরি করা হবে মুক্ত মঞ্চ। ঈশ্বরদীর অবহেলিত এয়ারপোর্ট চালুর পাশাপাশি ইপিজেড এর সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ঈশ্বরদী বাসীর ভোগান্তি লাঘবের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তরিত করা হবে ও ঈশ্বরদী-ঢাকার মধ্যে ট্রেনের ব্যবস্থা করা হবে। ভন্ডুল শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও শিক্ষার্থীদের স্কুল/কলেজ মুখী করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকা অবস্থায় কোনো কোচিং সেন্টার চালু করা যাবে না। ঈশ্বরদীকে শতভাগ মাদকমুক্ত করার পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করতে ঈশ্বরদী স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক প্যানেল মেয়র শামসুর রহমান, আনোয়ার হোসেন ডাবলু, আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, হাসান আলী বিশ্বাস, শরীফুল ইসলাম শরীফ, ইনামুল হক এনাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available