বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আসামি স্বামী আকাশ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব।

২৫ জানুয়ারি রোববার সকালে সিপিসি-৩, র্যাব-১৪ এ তথ্য নিশ্চিত করেন। আসামি আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামে আ. জলিল ছেলে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাবের আভিযানিক দল ২৪ জানুয়ারি শনিবার বিকেলে জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি মামলার আসামি আকাশকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আসামি আকাশ কৌশলে স্ত্রীর আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। বিবাহের পরে যৌতুকের জন্য মারপিট করলে স্ত্রী যৌতুক মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে আসামি তার মোবাইলে ভিকটিমের ধারণ করা আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে ৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর র্যাব -১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প তদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, র্যাবের সহযোগীতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available