• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৩০:০২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৪

৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৫৫:৫৫

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ও আজ ৩ জানুয়ারি শুক্রবার ভোর ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

Ad

এ তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।

Ad
Ad

সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত (২৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে ঢাকা-শ্রীনগরগামী রুটের আবদুল্লাহপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শ্রীগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান পার্কিং করা ছিল। ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের সাত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ভোর ৪টার দিকে পূর্বাশা পরিবহনের ঢাকাগামী একটি বাস পেছন থেকে আরেকটি যানবাহনকে ধাক্কা দেয়। এ সময় বাসচালকের সহকারী ও সুপারভাইজর গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, সিরাজদিখানের নিমতলা এলাকার দুর্ঘটনায় কাভার্ড ভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯

সংবাদ ছবি
আসন্ন নির্বাচনে ৩ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:২৯


Follow Us