• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪২ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

যাওয়া হলো না সাজেক, মোটরসাইকেল কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ

১৫ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩১:৫১

সংবাদ ছবি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার মাইজ পাড়ার জিহাদ(১৯) ও রাকিব। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।

নিহতদের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৩টি বাইক নিয়ে ৬ বন্ধু রাঙ্গামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া নামক স্হানে কক্সবাজার অভিমুখী একটি পিকাপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়। এ সময়  স্হানীয়দের সহযোগিতায় আরোহী দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে পার্বত্য বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি টিম আজিজনগর চাস্বি বাজার থেকে দুর্ঘটনার কিছুক্ষণ পর ঘাতক পিকাপ চালক মো. আমির উদ্দীন(২৪) ও চালকের সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে(২০) পিকাপসহ আটক করেছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, জাঙ্গালিয়া সড়ক দুর্ঘটনায ঘাতক পিকাপটি আজিজনগরের দিকে গেছে এমন খবর পেয়ে ফোর্সসহ গাড়িটিকে স্হানীয় লোকজনের সহযোগিতায় আজিজনগর চাস্বি মফিজ বাজারে আটক করা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের থানার আওতাধীন এলাকার, তাই বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। আটকদের ও ঘাতক গাড়িটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২১:৫২





সংবাদ ছবি
রাজধানীতে পুলিশের অভিযানে ২২ জন আটক
১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:৪৯