• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১৭:০৬ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাবিতে চান্স পাওয়া ২ শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

২৬ জুন ২০২৫ বিকাল ০৪:৩২:৪৩

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। সম্প্রতি দুই শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় অর্থসহায়তা পৌঁছে দেন তিনি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই দুই শিক্ষার্থীর একজন মার্কেটিং বিভাগ ও একজন ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছেন।

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, মেধাবীরা কখনো আটকায় না। যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। দুই জন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছিল এবং আমি যথাযথ যাচাই-বাছাই করে বিষয়টির সত্যতা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর ভর্তিতে অর্থসহায়তা করেছি। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সব সময় শুভ কামনা।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতে বেশকিছু শিক্ষার্থীবান্ধব কাজ করেছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে দুইবার ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, ময়লা-আবর্জনা ও মশার উপদ্রব কমাতে ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেছি। এছাড়া সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ, ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা সরবরাহ এবং ক্যাম্পাসের যানজট ও দুর্ঘটনা প্রশমনে জেব্রা ক্রসিং অঙ্কন, দুর্ঘটনা নিরোধক ট্র্যাফিক কোণ ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮