• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৩৪:৫৬ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

‘আচরণবিধি ভঙ্গ’ অভিযোগে মুখোমুখি ছাত্রদল-শিবির

৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৩৬:১৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্রশিবির। এতে ভোটকে ঘিরে উত্তেজনা বেড়েছে।

শিবিরসমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নিষিদ্ধ এলাকাতেও ছাত্রদল প্রচারণা চালিয়েছে, লিফলেট বিতরণ করেছে। আমরা অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি।’

অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত পোলিং এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘প্রতি কেন্দ্রে আটজন করে এজেন্ট দেওয়ার কথা থাকলেও একজন করে এজেন্ট রাখা হয়েছে। এতে একাধিক ব্যালট যাচাই করা সম্ভব হবে না।’

এদিকে রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা জানিয়েছেন, ভোট স্বতঃস্ফূর্ত পরিবেশেই হচ্ছে। এখন থেকে কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ ওঠায় এ কথা বলেন নাসির।

নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

তিনি বলেন, আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪