• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১১:৩৭ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডাকসুর জিএস পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন ফরহাদ

১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৭:৩৪:৪৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। একই পদে তার নিকট বড় ব্যবধানে হেরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামীম ও বাম সমর্থিত প্যানেলের মেঘমল্লার বসু।

সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ফরহাদ পেয়েছেন ১০৭৭৪ ভোট। তার চেয়ে ৫৪৯১ ভোট কম পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম। তিনি পেয়েছেন ৫২৮৩ ভোট।

এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৪৬৪৫ ভোট পেয়েছেন বাম সমর্থিত প্রার্থী মেঘমল্লার বসু। বৈষম্যবিরোধী প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট। স্বতন্ত্রপ্রার্থী আশিকুর রহমান পেয়েছেন ৭৭ ভোট।

এর আগে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান ফরহাদ। জগন্নাথ হলে তিনি পান মাত্র ৫টি ভোট। অন্যদিকে মেঘমল্লার জগন্নাথ হলে পেয়েছেন ১১৭০ ভোট। আর হামীম পেয়েছেন ৩৯৮ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

এদিকে ভিপি পদেও বড় ব্যবধানে জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪০৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫৮ ভোট।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

সংবাদ ছবি
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন আটক
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:২১






সংবাদ ছবি
সাঘাটায় ভেকু মেশিন চুরির সময় ৭ জনকে আটক
১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৯:৫৬