নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় হলিস্টিক হোম বিল্ডার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের অর্থ ফেরতের দাবিতে ৫ সেপ্টেম্বর শুক্রবার উত্তরা বিডিআর মার্কেটের সামনে শতাধিক ভুক্তভোগী গ্রাহক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হলিস্টিক হোম বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি আকর্ষণীয় ফ্ল্যাট ও জমির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু নির্ধারিত সময়ে জমি বা ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে প্রতিষ্ঠানের পরিচালকরা উধাও হয়ে গেছেন।
মানববন্ধনের নেতৃত্ব দেন ভুক্তভোগী মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শরীফ মোল্লা, আলামিন মিয়াজী ও আব্দুর রহিম। তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিত সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের ঘামঝরা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এ প্রতারণার সঙ্গে সরাসরি জড়িত হলিস্টিক হোম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শিশির কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক হায়দার কবির মিথুন, ফাইন্যান্স ডিরেক্টর হাবিবুল্লাহ বাহার এবং সমবায় সমিতির শিমুল চৌধুরী। এ চারজনের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীদের।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের জীবনের সঞ্চয় ও ধারকর্জ করে এই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছি। এখন তারা টাকা ফেরত না দিয়ে গা-ঢাকা দিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
ভুক্তভোগীরা আরও জানান, প্রতারিত গ্রাহকদের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। তারা দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত এ প্রতারক চক্রকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায্য টাকা ফিরিয়ে দেন।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে নিজেদের দুঃখ-ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীদের দাবি, সরকার যদি জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available